ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢাকায় আসছেন জয়শঙ্কর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
ঢাকায় আসছেন জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর, ফাইল ফটো

ঢাকা: ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর আগস্টে ঢাকায় আসছেন। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের আমন্ত্রণে ঢাকা সফর করবেন তিনি। ২০ ও ২১ আগস্ট তিনি ঢাকায় আসবেন বলে আশা করা হচ্ছে।

সোমবার (২৯ জুলাই) পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন মন্ত্রণালয়ে কয়েকজন সাংবাদিকের সঙ্গে আলাপকালে বলেন, জয়শঙ্করের ঢাকা সফর হবে শুভেচ্ছা সফর। ইতোমধ্যেই তাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

তিনি আমন্ত্রণ গ্রহণ করেছেন।

ভারতের বিজেপি সরকার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এটাই হবে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ঢাকা সফর।

এদিকে, জয়শঙ্করকে ঢাকায় আসার জন্য সম্প্রতি দিল্লিতে তার অফিসে আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছেন সেখানের বাংলাদেশ হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী। জয়শঙ্কর সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
টিআর/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।