ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৯
রাজশাহীতে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু

রাজশাহী: ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে সোমবার (৫ আগস্ট) ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। 

সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

তবে প্রথম দিনে ভিড় কম লক্ষ্য করা যাচ্ছে।  

সোমবার দেওয়া হচ্ছে ঈদের ছুটির পর প্রথম কর্ম দিবস ১৪ আগস্টের টিকিট।  

রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার আবদুল করিম বাংলানিউজকে বলেন, সকাল থেকে ফিরতি টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে ঈদের পর প্রথম কর্ম দিবস হওয়ায় সোমবার টিকিট প্রত্যাশীদের ভিড় কম বলেও উল্লেখ করেন এ রেল কর্মকর্তা।  

তিনি জানান, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা টিকিট বিক্রি করা হবে। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট নিতে পারবেন।  

এজন্য টিকিট প্রত্যাশীদের জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনপত্র সঙ্গে রাখতে হবে। আগাম টিকিট কোনোভাবেই ফেরত নেওয়া হবে না।

৫ আগস্ট ১৪ আগস্টের, ৬ আগস্ট ১৫ আগস্টের, ৭ আগস্ট ১৬ আগস্টের, ৮ আগস্ট ১৭ আগস্টের এবং ৯ আগস্ট ১৮ আগস্টের টিকিট দেওয়া হবে।  

রাজশাহী রেলওয়ে স্টেশনের মোট ছয়টি কাউন্টারের মাধ্যমে ঈদের ফিরতি টিকিট বিক্রি করা হবে। এবারও কাউন্টার থেকে ৫০ ভাগ টিকিট এবং অ্যাপস ও অনলাইনের মাধ্যমে ৫০ ভাগ টিকিট বিক্রি করা হবে।  

ঈদের সময় টিকিটের জন্য কোনো অনুরোধ গ্রহণ করা হবে না। তবে প্রাধিকারভুক্ত কর্মকর্তারা যথা নিয়মে টিকিট পাবেন।

এক প্রশ্নের জবাবে স্টেশন ম্যানেজার আবদুল করিম বলেন, প্রথম দিন ভিড় কম। তাই দুর্ভোগও কম। অ্যাপস ও অনলাইনেও টিকিট মিলছে। সকাল থেকে কোনো বিশৃঙ্খলার খবর মেলেনি।

এদিকে, ঈদ উপলক্ষে বাড়তি নিরাপত্তার জন্য সোমবার সকাল থেকে রাজশাহী রেলওয়ে স্টেশনে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত রয়েছে। এছাড়া রেলওয়ে নিরাপত্তা বাহিনী, জিআরপি পুলিশ ও র‌্যাব মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯
এসএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।