সোমবার (৫ আগস্ট) বিকেলে সাভারের ডগরমোড়া ও রেডিও কলোনিসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়।
এ পাঁচ জন হলেন- জামালপুর জেলার টাঙালীপাড়ার ইলিয়াস উদ্দিনের ছেলে মো. আরিফ (২৩), একই এলাকার আব্দুল আজিজের ছেলে আমিনুল (৩২), গাইবান্ধা জেলার সাঘাটা থানার টইছড়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে বাদল (২১), শিমুলবাড়ি গ্রামের গোলজার রহমানের ছেলে আলমগীর (৩৪)এবং কুমারবাড়ি এলাকার আলতাফ হোসেনের ছেলে কবীর (২৮)।
পুলিশ জানায়, গত রোববার (৪ আগস্ট) সকালে ভুক্তভোগী নারী সাভার বাসস্ট্যান্ডে অন্য শ্রমিকদের সঙ্গে ছিলেন। তখন তাকে কাজের প্রলোভন দেখিয়ে ডগরমোড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে আটকে রেখে ধর্ষণ করে পাঁচ নির্মাণ শ্রমিক।
এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোফাজ্জল হোসেন বাংলানিউজকে বলেন, সাভার মডেল থানায় ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়। এছাড়া ভুক্তভোগী নারীর মেডিকেল পরীক্ষার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী নারী বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
বাংলাদেশ সময়: ০৪১৭ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯
এইচএ/