ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোল থেকেও ‘বন্ধন’ ট্রেনে যাওয়া যাবে কলকাতায়

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৯
বেনাপোল থেকেও ‘বন্ধন’ ট্রেনে যাওয়া যাবে কলকাতায়

বেনাপোল: বেনাপোল স্টেশন থেকে আগামী বৃহস্পতিবার (৮ আগস্ট) খুলনা-কলকাতা রুটে সরাসরি চলাচলকারী ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনে যাওয়া যাবে কলকাতায়।

ওইদিন বেনাপোল স্টেশন থেকে টিকিট কেটে সরাসরি কলকাতায় যেতে পারবেন যাত্রীরা। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সামসুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, আগে প্রতি বৃহস্পতিবার খুলনা থেকে বেনাপোল হয়ে কলকাতা যেতে শুধু খুলনা-যশোর থেকে টিকিট কেটে ট্রেনে উঠতে হতো। কিন্তু এখন বেনাপোল স্টেশন থেকেই টিকিট কেটে সরাসরি কলকাতা যাওয়া যাবে।

বেনাপোল রেলস্টেশন মাস্টার সাইদুর জামান বাংলানিউজকে  জানান, এখন বেনাপোল স্টেশন থেকেই যাত্রীরা বন্ধন ট্রেনের টিকিট সংগ্রহ করে কলকাতা যেতে পারবেন। তবে তাদের খুলনা-কলকাতা রুটের ভাড়াই দিতে হবে। এক্ষেত্রে এসি বগিতে টিকিটপ্রতি যাত্রীদের খরচ হবে দুই হাজার টাকা এবং নন-এসির জন্য এক হাজার ৫০০ টাকা।

ভারত-বাংলাদেশ ল্যান্ডপোর্ট, এমপোর্ট ও এক্সপোর্ট সাব কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান বাংলানিউজকে জানান, খুলনা-কলকাতা ‘বন্ধন এক্সপ্রেস’ যখন চালু হয় তখন থেকে বেনাপোলবাসীর দাবি ছিল তারাও এই ট্রেনে বেনাপোল স্টেশন থেকে কলকাতা যাবেন। দীর্ঘদিন পর সেই দাবি পূরণ হতে চলছে জেনে খুব ভালো লাগছে।

তিনি আরও বলেন, বেনাপোল থেকে ভাড়াটা অনেক বেশি হয়ে গেছে। সাধারণ যাত্রীরা ভারতের পেট্রাপোল থেকে ২০ রুপি দিয়ে বনগাঁ রেল স্টেশনে যান। সেখান থেকে শিয়ালদহ স্টেশন যেতে লাগে মাত্র ৩০ রুপি। সেক্ষেত্রে বন্ধন এক্সপ্রেসের ভাড়াটা অনেক বেশি হয়ে গেছে। ভাড়া সহনীয় পর্যায় না আনলে বেনাপোল স্টেশনে যাত্রী না পাওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।