ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

শিক্ষকদের অবহেলায় শিক্ষার্থীর মৃত্যু, মোটরসাইকেলে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৮ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৯
শিক্ষকদের অবহেলায় শিক্ষার্থীর মৃত্যু, মোটরসাইকেলে আগুন

দিনাজপুর: দিনাজপুরের বিরামপুর উপজেলার একটি বিদ্যালয়ের শিক্ষকদের অবহেলায় আব্দুল আজিম মণ্ডল (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিদ্যালয় ভাঙচুর ও ছয়টি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে। 

বুধবার (০৭ জুলাই) দুপুরে বিরামপুর উপজেলার কাটলা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।  

আজিম মণ্ডল ইসলাম কাটলা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির মানবিক বিভাগের ছাত্র ও কাটলা ইউনিয়নের বেনিপুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে।

 

স্কুলের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযোগ করেন, সকাল আজিম বিদ্যালয়ে যাওবার পর অসুস্থ হয়ে পড়ে। তার বন্ধুরা আজিমকে হাসপাতালে নিয়ে যাবার জন্য শিকদের কাছে মোটরসাইকেল চায়। শিক্ষকেরা মোটরসাইকেল দিতে অপারগতা প্রকাশ করে। তখন আজিমের বন্ধুরা দ্রুত তাকে নিয়ে স্থানীয় উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে আজিমকে বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজিমকে মৃত ঘোষণা করেন।  

পরে বিদ্যালয়ের শিক্ষকদের অবহেলায় সহপাঠীর মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিদ্যালয়ের বিভিন্ন কক্ষ ভাঙচুর এবং শিক্ষকদের ছয়টি মোটরসাইকেল পুড়িয়ে দেয়।  

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  

বিদ্যালয়ের প্রধান শিক মো. নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, খবর পেয়ে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। তাছাড়া শিক্ষার্থীরা শিক্ষকদের কাছে মোটরসাইকেল চায়নি।

বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।