শুক্রবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৯টায় শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ১৭টি ফেরি চলাচল করছে বলে জানিয়েছেন বিআইডাব্লিউটিসি'র শিমুলিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মো. নাসির।
তিনি বাংলানিউজকে জানান, শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় রয়েছে ৫ শতাধিক যাত্রীবাহী গাড়ি।
বিআইডব্লিউটিএ-এর শিমুলিয়া ঘাট পরিদর্শক মো. সোলেমান বাংলানিউজকে জানান, সকাল থেকে লঞ্চঘাট ও সিবোট ঘাটে যাত্রীদের বাড়তি চাপ দেখা গেছে। ঈদ উপলক্ষে রাত ১০টা পর্যন্ত লঞ্চ চলাচল করে থাকে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে। লঞ্চ চলাচলে কোনো সমস্যার পোহাতে হচ্ছেনা। ধারণ ক্ষমতার বেশি যাত্রী নিয়ে কোনো ছেড়ে লঞ্চ যাচ্ছে না। এছাড়া, সিবোট ঘাটেও যাত্রীদের বাড়তি উপস্থিতি রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই যাত্রীদের চাপ অব্যাহত থাকবে বলে জানান তিনি।
মাওয়া ট্রাফিক পুলিশ ফাঁড়ির পরিদর্শক হেলাল উদ্দিন জানান, শিমুলিয়া ঘাটের পার্কিং ইয়ার্ডে প্রাইভেটকার ও বাস পারের অপেক্ষায় আছে। ভোর থেকেই যাত্রীবাহী গাড়ির সংখ্যা বাড়তে শুরু করেছে। এছাড়া ট্রাকের একটি দীর্ঘ সারি ঘাট এলাকায় অবস্থান করছে। তবে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী গাড়িকে আগে ফেরিতে উঠতে দেওয়া হচ্ছে। ফেরি চলাচলে বিঘ্ন না ঘটলে গাড়ির চাপ আস্তে আস্তে কমে আসবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৯
এসএইচ