ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

বায়তুল মোকাররমে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৯
বায়তুল মোকাররমে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত

বায়তুল মোকাররম থেকে: রাজধানীতে দ্বিতীয় বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত হয় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে। এখানে এবারও পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।

প্রথম জামাত হয় সকাল ৭টায়। এতে ইমামতি করেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতী মুহিবুল্লাহিল বাকী নদভী।

মুকাব্বির ছিলেন বায়তুল মোকাররমের মুয়াজ্জিন কাজী মাসুদুর রহমান।

দ্বিতীয় জামাত হয় সকাল ৮টায়। এতে ইমামতি করেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা মুফতি মহীউদ্দিন কাসেম। মুকাব্বির ছিলেন বায়তুল মোকাররমের খাদেম ক্বারী মোহাম্মদ আনোয়ার হোসাইন।

তৃতীয় জামাত হয় সকাল ৯টায়। এতে ইমামতি করেন জামেয়া শাবইয়্যাহ মালিবাগ জামে মসজিদের খতিব মাওলানা মুফতি সিবগাতুল্লাহ নূর। মুকাব্বির ছিলেন বায়তুল মোকাররমের খাদেম মাওলানা আব্দুর রাজ্জাক।

চতর্থ জামাত হয় সকাল ১০টায়। এতে ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ। মুকাব্বির ছিলেন বায়তুল মোকাররমের খাদেম হাফেজ মো. রুহুল আমীন।

পঞ্চম ও শেষ জামাত হয় সকাল ১০টা ৪৫ মিনিটে। এতে ইমামতি করেন মহাখালী আল আযহার একাডেমির প্রিন্সিপাল ড. মাওলানা আব্দুল কাইয়ুম আযহারী। মুকাব্বির ছিলেন বায়তুল মোকাররমের চিফ খাদেম মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ।

নামাজের আগে ইমামরা ইসলামের বিভিন্ন দিক ও কোরবানির মাসআলা নিয়ে খুতবা দেন। পাঁচটি জামাতেই রাজধানীর সর্বস্তরের হাজারো মানুষ নামাজ আদায় করেন। প্রতিটি নামাজের পর দেশ-জাতি তথা মুসলিম উম্মার সুখ, শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।  
 
বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৯
এমএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।