ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

এলএক্স সবুজসহ ৩ ডাকাত গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৫
এলএক্স সবুজসহ ৩ ডাকাত গ্রেপ্তার গ্রেপ্তার তিন ডাকাত

ঢাকা: মতিঝিলে ডাকাতির প্রস্তুতির মামলায় দুর্ধর্ষ ডাকাত এলএক্স সবুজসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির মতিঝিল থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন- এলএক্স সবুজ (২২), মো. সেলিম মিয়া (৩৩) ও মো. আরিফুল ইসলাম হৃদয় (১৯)।

 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।  

এর আগে বুধবার (৮ জানুয়ারি) রাতে মতিঝিল থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মতিঝিল থানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে মতিঝিলের কমলাপুর শেরেবাংলা রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজের পেছনে কমলাপুর পানির পাম্পের গেটের সামনে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় দুর্ধর্ষ ডাকাত মো. আব্দুল হান্নান (৪৫), মো. খোকন সরদার (৫০) ও মো. সোলেমান মৃধা (২০) গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মতিঝিল থানায় মামলা করা হয়েছিল। মামলা তদন্তকালে গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী ডাকাতির প্রস্তুতির সঙ্গে জড়িত থাকায় এলএক্স সবুজ, সেলিম মিয়া ও আরিফুল ইসলাম হৃদয়কে বুধবার রাতে গ্রেপ্তার করা হয়।

পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, গ্রেপ্তার এলএক্স সবুজের বিরুদ্ধে ডিএমপির শাহবাগ থানা, মতিঝিল থানা, পল্টন থানা ও বংশাল থানায় ছিনতাই, ডাকাতি ও দ্রুত বিচার আইনে চারটি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২৫
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।