ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

‘বন্যায় লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ট্রেনের গতি কম’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৯
‘বন্যায় লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ট্রেনের গতি কম’ কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ আমিনুল হক

ঢাকা: পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচলে কিছুটা বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ আমিনুল হক। তিনি বলেছেন, পূর্বাঞ্চলের ট্রেনগুলো সময়মতো ছেড়ে যাচ্ছে। কিন্তু পশ্চিমাঞ্চলের রেল লাইন বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে লালমনিরহাট ও শান্তাহার লাইনে গতি অনেক কমেছে। ফলে পশ্চিমাঞ্চলে ট্রেন চলাচলে নির্ধারিত সময়ের চেয়ে বিলম্ব হচ্ছে।

শনিবার (১৭ আগস্ট) বেলা ১১টায় কমলাপুর রেলস্টেশনে নিজ কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।  

আমিনুল হক বলেন, যাত্রীরা যাতে নিরাপদে ঢাকায় ফিরতে পারেন, আমরা সেই চেষ্টা করছি।

আন্তঃনগর ও মেইলে ৫৫টি ট্রেনে বসে প্রতিদিন ঢাকায় আসতে পারবেন প্রায় ৬০ হাজার যাত্রী। একইভাবে ঢাকা থেকেও ৬০ হাজার যাত্রী যেতে পারবেন। দিনে এক লাখ ২০ হাজার যাত্রী পরিবহন করছে রেল।  

তবে যারা দাঁড়িয়ে আসবেন বা যাবেন, তারা এতে অন্তর্ভুক্ত নন বলে জানান কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ আমিনুল।  

এবারের ঈদুল আজহায় চরম শিডিউল বিপর্যয়ে পড়ে রেল। এতে ঈদ উদযাপনে বাড়ি যেতে লোকজনকে বেশ ভোগান্তিতে পড়তে হয়। ঈদ উদযাপন শেষে জীবিকার টানে রাজধানী ফেরা লোকজনকেও ট্রেনের শিডিউল বিলম্বে পড়তে হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৯
টিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।