শনিবার (১৭ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর বাসস্ট্যান্ড এবং জাগীর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন দু’জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
মানিকগঞ্জে জেলা প্রশাসক এস এম ফেরদৌস বাংলানিউজকে বলেন, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে জাগীর বাসস্ট্যান্ডে নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাওল ইসলাম এবং এস এম আবু দারদা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এছাড়া ২০টির বেশি বাসের প্রায় ৩৫০ যাত্রীর কাছ থেকে আদায়করা অতিরিক্ত ২২ হাজার ৫০০ টাকা ভাড়া তাদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। জনস্বার্থে জেলা প্রশাসনের এমন অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৯
এসএইচ