ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

প্রত্যাবাসন পর্যবেক্ষণে চীন-মিয়ানমারের ৩ কর্মকর্তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
প্রত্যাবাসন পর্যবেক্ষণে চীন-মিয়ানমারের ৩ কর্মকর্তা

কক্সবাজার: রোহিঙ্গাদের প্রত্যাবাসন কার্যক্রম পর্যবেক্ষণের জন্য চীনা দূতাবাসের দুইজন ও মিয়ানমারের একজনসহ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা টেকনাফে রয়েছেন বলে জানিয়েছেন শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. আবুল কালাম।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে তিনি এ কথা জানান।

আবুল কালাম জানান, রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ সব ধরনের প্রস্তুতি রয়েছে সরকারের।

টেকনাফ শালবাগান রোহিঙ্গা শিবির থেকে ঘুমধুম পর্যন্ত সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রোহিঙ্গাদের জন্য পাঁচটি বাস ও তিনটি ট্রাক প্রস্তুত রাখা হয়েছে। রোহিঙ্গারা স্বেচ্ছায় ফিরে যেতে রাজি হলে যেকোনো সময় প্রত্যাবাসন শুরু হবে। তবে রোহিঙ্গারা এখনও পর্যন্ত ফিরে যেতে রাজি না হওয়ায় প্রত্যাবাসনে শঙ্কা রয়েই গেছে।

তিনি বলেন, প্রত্যাবাসন কার্যক্রম পর্যবেক্ষণের জন্য ইতোমধ্যে চীনা দূতাবাসের দুইজন ও মিয়ানমারের একজনসহ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা টেকনাফে অবস্থান করছেন। তারা এখানকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তবে প্রত্যাবাসন শুরু হবে কি-না, সেটা নির্ভর করছে রোহিঙ্গাদের ইচ্ছার ওপর। সরকারের সিদ্বান্ত কোনো রোহিঙ্গাকেই জোর করে মিয়ানমারে ফেরত পাঠানো হবেনা।

অন্যদিকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হলেও এমন পরিস্থিতিতে গত বছরের ১৫ ফেব্রুয়ারির মতো রোহিঙ্গাদের অনাগ্রহের কারণে আজও প্রত্যাবাসন আটকে যেতে পারে- এমনটাই মনে করছেন বিশ্লেষকেরা।  

সবশেষ বাংলাদেশের শরণার্থী ক্যাম্পে বসবাসরত এক হাজার ৩৭টি পরিবারের তিন হাজার ৪৫০ জন রোহিঙ্গাকে প্রত্যাবাসনের জন্য ছাড়পত্র দিয়েছে মিয়ানমার। এদের মধ্যে গত দুই দিনে টেকনাফের চারটি রোহিঙ্গা ক্যাম্পের ২৩৫টি পরিবারের প্রধানদের সাক্ষাতকার গ্রহণও সম্পন্ন হয়েছে। যাদের মধ্যে স্বেচ্ছায় ফিরে যেতে আগ্রহী এমন ৩০০ রোহিঙ্গাকে বৃহস্পতিবার মিয়ানমারে ফেরত পাঠাতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ।

রোহিঙ্গারা নিজ দেশে ফিরতে রাজি হলে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম মৈত্রী সেতু দিয়ে তাদের প্রত্যাবাসনের কথা রয়েছে।

মিয়ানমার সরকার তিন হাজার ৪৫০ জন রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার ঘোষণা দিলে দ্রুতই তাদের প্রত্যাবাসনের প্রস্তুতি নেয় বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
এসবি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।