শনিবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক সংগঠন এ সভার আয়োজন করে ইবি প্রেসক্লাব।
প্রেসক্লাবের সভাপতি ফেরদাউসুর রহমান সোহাগের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী।
বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান।
সভায় মূল আলোচক ছিলেন ইবি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য-সচিব অধ্যক্ষ শাহাজাহান আলম সাজু।
সংগঠনের সাহিত্য সম্পাদক রুমী নোমানের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শাহাদাত তিমির।
বক্তারা বলেন, বঙ্গবন্ধুকে আমরা রাজনীতিবিদ কিংবা দার্শনিক হিসেবে চিনি। কিন্তু তিনি সম্পাদক এবং সাংবাদিকও ছিলেন। তিনি ‘মিল্লাত’ পত্রিকার সঙ্গে জড়িত ছিলেন। স্বাধীনতার পর তিনিই সর্বপ্রথম সাংবাদিকদের জন্য নিউজ পেপার ‘অ্যানালমেন্ট অব ডিক্লারেশন’ নামে আইন পাস করেন। এটি ছিল সাংবাদিক পেশা ও জীবিকার উন্নয়নে একটি কার্যকর পদক্ষেপ।
এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদীয় ডিন, হল প্রভোস্ট, বিভাগীয় সভাপতি, ছাত্র নেতা এবং ইবি প্রেসক্লাবের সাবেক ও বর্তমান নেতারা।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯
এসআরএস