ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রাশিয়া সফরে বিমান বাহিনী প্রধান

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
রাশিয়া সফরে বিমান বাহিনী প্রধান মাসিহুজ্জামান সেরনিয়াবাত, ছবি: আইএসপিআর

ঢাকা: ছয়দিনের সরকারি সফরে রাশিয়া গেছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।

রাশিয়ার ফেডারেল সার্ভিস ফর মিলিটারি টেকনিক্যাল কো-অপারেশনের (এফএসএমটিসি) আমন্ত্রণে সোমবার (২৬ আগস্ট) তিনি সস্ত্রীক দুই সফরসঙ্গীসহ রাশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।  

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, বিমান বাহিনীর প্রধান সস্ত্রীক এবং দুইজন সফরসঙ্গীসহ রাশিয়া গেছেন। সেখানে  তিনি ইন্টারন্যাশনাল অ্যাভিয়েশন অ্যান্ড স্পেস স্যালন (এমএকেএস-২০১৯)এয়ার শো’তে অংশ নেবেন। সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান মাসিহুজ্জামান রাশিয়ার এফএসএমটিসির প্রধানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাত করবেন। পারস্পরিক স্বার্থে সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন। এছাড়া এয়ার শো’তে তিনি রাশিয়ার খ্যাতনামা প্রতিষ্ঠান রোসোবোরন এক্সপোর্ট এবং এভিয়েশন কোম্পানি আইআরকেইউটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

বিমান বাহিনী  প্রধানের রাশিয়া সফরের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নের জন্য নতুন নতুন যুদ্ধাস্ত্র ও প্রযুক্তি সরঞ্জাম সংযোজনের প্রক্রিয়া ত্বরান্বিত হবে। দু’দেশের বিমান বাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সুসম্পর্ক আরও সুদৃঢ় ও সম্প্রসারিত হবে বলে আশা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
টিআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।