ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

'বঙ্গবন্ধু দেশকে এশিয়ার সুইজারল্যান্ড বানাতে চেয়েছিলেন'

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
'বঙ্গবন্ধু দেশকে এশিয়ার সুইজারল্যান্ড বানাতে চেয়েছিলেন' 'সমৃদ্ধ আগামী ও বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন' শীর্ষক আলোচনা সভা/ছবি: জিএম মুজিবুর

ঢাকা: বঙ্গবন্ধু বিশ্বের নিপীড়িত ও মেহেনতি মানুষের অকৃত্রিম বন্ধু বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।

তিনি বলেন, বঙ্গবন্ধু ছোটবেলা থেকেই দেশ স্বাধীন করার স্বপ্ন দেখতেন। তিনি দেশকে স্বাধীন করে সেই স্বপ্নের বাস্তব রূপ দিয়েছেন।

বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দেশকে এশিয়ার সুইজারল্যান্ড বানাবেন। কিন্তু বেঈমানরা তাকে নির্মমভাবে হত্যা করে সেই স্বপ্ন পূরণ করতে দেয়নি। তার কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে এশিয়ার সুইজারল্যান্ড বানাতে নিরলস কাজ করে চলেছেন।  

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে রাজধানীর কাকরাইল আইডিইবি মিলনায়তনে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে 'সমৃদ্ধ আগামী ও বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।  

তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনা দূরদর্শী বিশ্বনেত্রী। আজকের বাংলাদেশ ভিক্ষুকের দেশ নয়। আগে মানুষ বলতো, মাগো আল্লাহর ওয়াস্তে একটু ভাত দেন। কিন্তু সেটি এখন আর নেই। আমরা এখন ভিক্ষুকের জাতি নয়। সম্ভ্রান্ত জাতি। এটা আমাদের গৌরব।  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দারিদ্র্য দূর করতে পেরেছেন বলেই এটা সম্ভব হয়েছে। তিনি বলেন, ষড়যন্ত্র মোকাবিলা করেই আমরা এগিয়ে যাবো। বাংলাদেশ বিশ্বের মডেল হবে।  

মুখ্য আলোচকের বক্তব্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেন, বঙ্গবন্ধু মানুষের অধিকার আদায়ে কাজ করে গেছেন। ১৯৬৯ সালে পশ্চিম পাকিস্তানে একটি অনুষ্ঠানে আমার সোনার বাংলা গাওয়ার সময় সবাইকে দাঁড়াতে বলেন। তিনি তখনই জাতীয় সঙ্গীত ঠিক করে রাখেন। জনগণের প্রতি ছিল বঙ্গবন্ধুর অকৃত্রিম ভালোবাসা। তার দূরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে।  

বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সভাপতি মো. খবির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক একেএম আব্দুল মোতালেবের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতন, শাহবাগ থানা আওয়ামী লীগ সভাপতি জিএম আতিকুর রহমান ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সাধারণ সম্পাদক শামসুর রহমান প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
টিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।