ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বালিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
বালিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকাশ শেখ (১০) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নারুয়া ইউনিয়নের বাকসাডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে। আকাশ ওই গ্রামের ভ্যানচালক আবুল কালাম শেখের ছেলে ও স্থানীয় ব্রাক স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র।

আকাশের বড় ভাই সাগর শেখ বাংলানিউজকে জানান, আকাশ নিজের খেলনা একটি মোটরে বৈদ্যুতিক সংযোগ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ অবস্থায় তাকে তাৎক্ষণিক বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

ওই কমপ্লেক্সের চিকিৎসক উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার ডা. স্বপন কুমার বাংলানিউজকে বলেন, হাসপাতালে আনার আগেই আকাশের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।