ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাগুরায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৯
মাগুরায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

মাগুরা: মাগুরা সদর উপজেলার গাংনি গ্রামে স্ত্রী পান্না খাতুনকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে স্বামী সাহেব মোল্লার বিরুদ্ধে। 

শনিবার (৩১ আগস্ট) দিবাগত রাতে স্বামীর বাড়ি গাংনি গ্রামে এ ঘটনা ঘটে।  

নিহতের ভাই তরিকুল ইসলাম জানান, শহরতলীর পারন্দুয়ালী গ্রামের সোহেব মোল্ল্যার সঙ্গে ২০ বছর আগে তার বোনের বিয়ে হয়।

তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সোহেব মোল্ল্যা স্ত্রীকে না জানিয়ে আবারও বিয়ে করেন। বিয়ের ঘটনা জানাজানি হলে তার বোন প্রতিবাদ করায় তাদের স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে সাহেব মোল্লা তার বোন পান্নাকে বেদম মারপিট করেন। এতে পান্না গুরুতর আহত হলে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক মশিউর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। ময়না-তদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।