ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ই-নথি ব্যবস্থাপনায় সারাদেশে প্রথম হবিগঞ্জ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৯
ই-নথি ব্যবস্থাপনায় সারাদেশে প্রথম হবিগঞ্জ

হবিগঞ্জ: ই-নথি ব্যবস্থাপনায় দেশের ‘এ’ ক্যাটাগরির ২৬টি জেলার মধ্যে ১ম স্থান অর্জন করেছে হবিগঞ্জ। গত আগস্ট মাসে এ জেলায় ডাকযােগে গ্রহণ হয়েছে ৪ হাজার ৭১২টি নথি এবং ৫ হাজার ১৪৭টি নথি নিষ্পত্তি হয়েছে।

স্ব-উদ্যোগে সৃজিত নোট ৩ হাজার ৭৮১টি এবং ডাক থেকে সৃজিত নোট ৪ হাজার ২০১টি। নোটে শেষ হয়েছে ৬ হাজার ২টি নথি।

এ সময়ে পত্রজারিতে ই-মেইল ও অন্যান্যভাবে নোট পাওয়া গেছে ২৯৩টি এবং পত্রজারি হয়েছে ২ হাজার ৬৫২টি।

অন্যদিকে ই-নথি ব্যবস্থাপনায় আগস্ট মাসে ২য় স্থান অর্জন করে কক্সবাজার এবং তৃতীয় স্থান অর্জন করে কুমিল্লা। সিলেট হয় ৫ম। তবে ওই জেলাগুলোর সফলতার হার হবিগঞ্জের তুলনায় অনেক কম।

এ তথ্য নিশ্চিত করে হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদল কবীর মুরাদ বাংলানিউজকে বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় এ সফলতা এসেছে। জেলার সব সরকারি দপ্তর ও উপজেলায় এ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।