ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নাসিকের দুই ওয়ার্ডে ১৬ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৯
নাসিকের দুই ওয়ার্ডে ১৬ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান, ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২০ ও ২১ নম্বর ওয়ার্ডে প্রায় সাড়ে ৩৯ কোটি টাকা ব্যয়ে ১৬টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন মেয়র সেলিনা হায়াৎ আইভী।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে প্রথমে নাসিকের ২০ নম্বর ওয়ার্ডে ২০ কোটি টাকা ব্যয়ে ৯টি প্রকল্পের উদ্বোধন করেন আইভী।  এরপর ২১ নম্বর ওয়ার্ডে ১৯ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে ৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন তিনি।

এসময় ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গোলাম নবী মুরাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে নাসিকের সংরক্ষিত নারী কাউন্সিলর আফরোজা হাসান বিভা, শিউলী নওশাদ, শাওন অংকন, নিজামউদ্দিন আহমেদ, মাহমুদনগর পঞ্চায়েত কমিটির সভাপতি হুমায়ূন কবির, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জাহাঙ্গীর, মাহমুদনগর মসজিদ কমিটির সভাপতি শিপন আলী, সাধারণ সম্পাদক আমির হোসেন, কবরস্থান কমিটির সভাপতি সোহেল করিম রিপন, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, মাহমুদনগর যুবসমাজের শুভ, শয়ন, বাপ্পী, রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।