ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

ফুলবাড়ীতে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৫
ফুলবাড়ীতে ট্রাক্টরের ধাক্কায়  মোটরসাইকেলের আরোহী নিহত ১ ফুলবাড়ীতে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন

দিনাজপুর: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় সাগর হোসেন (২৪) নামে এক মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তিনজন।

 

রোববার (২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার হরগোবিন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত সাগর হোসেন ফুলবাড়ী উপজেলার হরগোবিন্দপুর গ্রামের বাসিন্দা আব্দুল তালেবের ছেলে।  

এ ঘটনায় আহতরা হলেন- মোটরসাইকেলে থাকা পার্বতীপুর উপজেলার আটরাই গ্রামের মতিয়ার রহমানের ছেলে আশরাফুল ইসলাম (২৬), ফুলবাড়ী পৌর এলাকার উত্তর সুজাপুর গ্রামের মুক্তার মণ্ডলের ছেলে সাদ্দাম হোসেন (৩২) এবং ট্রাক্টরের চালক উত্তর সুজাপুর গ্রামের সহিদ ইসলামের ছেলে বিশাল হক (১৭)।

স্থানীয়রা জানান, রোববার সকালে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন সাগর হোসেন, আশরাফুল ও সাদ্দাম হোসেন। পথে হরগোবিন্দপুর এলাকায় একটি ট্রাক্টর তাদের ধাক্কা দিয়ে রাস্তার পাশের ফাঁকা জমিতে পড়ে যায়।  এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেলআরোহী সাগর। এসময় আহত হন তিনজন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।  

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মহিব্বুল বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করে। ট্রাক্টরটি জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।