ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ব্যাটারিচালিত রিকশা বন্ধ, প্রতিবাদে সমাবেশ-মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৯
ব্যাটারিচালিত রিকশা বন্ধ, প্রতিবাদে সমাবেশ-মিছিল সমাবেশ শেষে আয়োজিত হয় মিছিল। ছবি: বাংলানিউজ

ব‌রিশাল: ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদ এবং প্রয়োজনীয় নীতিমালা চালু করে রিকশা চালানোর অনুমতি দেওয়ার দাবিতে সমাবেশ-মিছিল করেছে বরিশাল রিকশা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন, ব্যাটারিচালিত রিকশা সংগ্রাম কমিটি ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট।

বুধবার (০৪ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে নগরের অশ্বিনী কুমার হল চত্বরে এসব কর্মসূচি পালিত হয়।

সমাবেশ সভাপতিত্ব করেন রিকশা ইউনিয়নের কন্ট্রোল কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন দিদার ও পরিচালনা করেন রিকশা ইউনিয়নের দপ্তর সম্পাদক সুশান্ত সুকুল।

সমাবেশে বক্তব্য রাখেন রিকশা ইউনিয়নের উপদেষ্টা ও বাসদ বরিশাল জেলার আহবায়ক ইমরান হাবীব রুমন, বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, রিকশা ইউনিয়নের নেতা বাবুল তালুকদার, মহসীন মীর প্রমুখ।

বক্তারা বলেন, গত ২ সপ্তাহ ধরে নগরীর বিভিন্ন স্থানে প্রশাসনের পক্ষ থেকে ব্যাটারিচালিত রিকশা ভাংচুর, রিকশা শ্রমিকদের মারধর-হয়রানি, ব্যাটারি মটর খুলে নেওয়াসহ নানাবিধ কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। এই রিকশাগুলোর সঙ্গে বহু পরিবারের জীবন-জীবিকা যুক্ত, যারা এখন অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছে। শ্রমিকদের পক্ষ থেকে বারবার প্রশাসনকে নির্দিষ্ট রাস্তায় বা নির্দিষ্ট ডিজাইন করে গাড়ি চলাচলের অনুমতি দেওয়ার অনুরোধ করা হলেও তা উপেক্ষা করেই নির্বিচারে রিকশা উচ্ছেদ করে শ্রমিকের পেটে লাথি মারা হচ্ছে।

বক্তারা চলমান অভিযান বন্ধ করে ও রিকশা চলাচলের অনুমতি দিয়ে রিকশা শ্রমিকদের বাঁচতে দেওয়ার জন্য প্রশাসনের কাছে আহ্বান জানান।

সমাবেশ শেষে নগরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

বাংলা‌দেশ সময়: ১৬১২ ঘণ্টা, সে‌প্টেম্বর ০৪, ২০১৯
এমএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।