বুধবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে দুই দেশের পতাকা বৈঠকের মাধ্যমে মৈত্রী সেতু দিয়ে তাদের হস্তান্তর করা হয়।
বৈঠকে কক্সবাজার বিজিবি-৩৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ এবং মিয়ানমারের পক্ষে নেতৃত্ব দেন মিয়ানমার এক নম্বর বিজিপির লেফটেন্যান্ট কর্নেল কে ওয়িং হ্লায়ং।
এর আগে, গত ২৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে টেকনাফ সদরের নাজিরপাড়া সংলগ্ন নাফ নদীর তীরে অভিযান চালিয়ে বিজিপির চার সদস্যকে আটক করেছিল বিজিবি। আটক চার জন হলেন- মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুর নাগকুড়া ব্যাটালিয়ানের মেগচিং ক্যাম্পের ক্যাপ্টেন লি উইন কো ম্যায়েং (৩০), সার্জেন্ট ইয়ানাং তুন (৩১), সার্জেন্ট প্যায়াং গি (২৫) ও সিপাহী ক্য ক্য (২৮)।
কক্সবাজার বিজিবি-৩৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার বাংলানিউজকে জানান, গত ২৫ অগাস্ট রাতে টেকনাফের নাজিরপাড়া সংলগ্ন নাফ নদীর তীর থেকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় বিজিবির সদস্যরা বিজিপির চার সদস্যকে আটক করেছিল। আটকের সময় তাদের কাছ থেকে একটি এমএ-১১ রাইফেল, ১০টি গুলি, একটি টর্চ লাইট এবং পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া বিজিপি সদস্যদের বহনকারী একটি স্পিডবোটও জব্দ করা হয়।
তিনি জানান, পরে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন পর্যায়ে আলাপ-আলোচনার পর তাদের মিয়ানমারের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত হয়। পতাকা বৈঠকের মাধ্যমে দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সেতু পয়েন্ট দিয়ে বিজিপির চার সদস্যকে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৯
এসবি/আরআইএস/