ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে আদিবাসী পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৯
রাজশাহীতে আদিবাসী পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আলোচনা-সভা, ছবি: বাংলানিউজ

রাজশাহী: পদযাত্রা ও আলোচনা সভাসহ নানান কর্মসূচির মধ্যেদিয়ে রাজশাহীতে জাতীয় আদিবাসী পরিষদের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহীর শহীদ এ এইচ এম কামারুজ্জামান মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

এর আগে বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু চত্বর, আলুপট্টি, রাজশাহী থেকে বর্নাঢ্য পদযাত্রা  হয়।

এটি বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ এ এইচ এম কামারুজ্জামান মিলনায়তনে গিয়ে শেষ হয়।  

জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদীয় ককাস কমিটির সভাপতি ফজলে হোসেন বাদশা। অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী মহানগর শাখার সভাপতি লিয়াকত আলী লিকু, জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা দেবাশিষ প্রামানিক দেবু, অশোক সরকার, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক ড. আমিরুল ইসলাম কনকসহ অনেকে উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা, আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি প্রদান, সমতল আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও স্বাধীন ভূমি কমিশন গঠন, আদিবাসীদের মাতৃভাষায় প্রাথমিক পর্যায়ে শিক্ষা প্রদান, সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল, বাদপড়া আদিবাসীদের গেজেটে অন্তর্ভূক্তকরণ, আদিবাসীদের প্রতি জুলুম অত্যাচার, উচ্ছেদ, ভূমি দখল, জবরদখল, হত্যা ও ধর্ষণ বন্ধ ও বিচার দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৯
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।