শুক্রবার (০৬ সেপ্টেম্বর) প্রেস বিজ্ঞপ্তিতে এ নিয়ে ব্যাখ্যা দেয় সংস্থাটি।
আইওএম’র ব্যাখ্যায় উল্লেখ করা হয়, কক্সবাজারের উখিয়ায় একটি এনজিও’র স্থানীয় অফিসে গত ৫ সেপ্টেম্বর স্থানীয় প্রশাসনের নিরাপত্তা সংক্রান্ত পরিদর্শনের পরিপ্রেক্ষিতে আইওএম জানাচ্ছে, জাতিসংঘের এই সংস্থাটি দুটি স্থানীয় এনজিওকে প্রান্তিক স্থানীয় জনগোষ্ঠীকে কৃষিকাজসহ নানা দৈনন্দিন কাজের জন্য সহায়তার অংশ হিসেবে কিছু গৃহস্থালি সরঞ্জামাদি দিয়েছিল।
প্রকৃতপক্ষে এসব সরঞ্জামাদি ছিল কৃষিকাজে ব্যবহারের। এগুলো শুধুমাত্র স্থানীয় জনগোষ্ঠীকে দেওয়ার জন্য স্থানীয় এনজিওটিকে দেওয়া হয়েছিল। বিষয়টি উখিয়া উপজেলা ও কক্সবাজার জেলা প্রশাসন খতিয়ে দেখতে পারে। একইসঙ্গে পর্যাপ্ত প্রমাণাদি পাওয়া সাপেক্ষে জব্দ করা সরঞ্জামাদি পুনরায় এনজিওটিকে ফেরত দেওয়া হোক।
এই ভুল বোঝাবুঝির অবসানে আইওএম’র ব্যাখাটি গুরুত্বের সঙ্গে প্রচারের অনুরোধ জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৯
টিআর/টিএ