কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় পুলিশের মারধরে ইয়াসিন মিয়া (৪০) নামে সিএনজিচালিত অটোরিকশার এক চালকের মৃত্যুর ঘটনায় পুলিশের চার সদস্যকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) তাদের কিশোরগঞ্জ জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
প্রত্যাহার হওয়া চার পুলিশ সদস্য হলেন, কটিয়াদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাহিদ হাসান, মস্তফা মিয়া ও কনস্টেবল আশরাফুল ইসলাম।
এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, তদন্তের স্বার্থে ওই চার পুলিশ সদস্যকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।
উল্লেখ্য, কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের চরঝাকালিয়া গ্রামে লিটন মিয়ার বাড়িতে সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করেন। স্থানীয়ভাবে লিটন মিয়ার বিরুদ্ধে মাদক বেচাকেনার অভিযোগ রয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে লিটনের বাড়ির লোকজন পালিয়ে যান। ওই সময় লিটনের বাড়িতে ছিলেন অটোরিকশাচালক ইয়াসিন মিয়া। অন্যদের সঙ্গে দৌড়ে পালানো সময় ইয়াসিনকে পুলিশ আটক করে মারধরের ফলে মৃত্যুর বিষয়ে অভিযোগ করেন ইয়াসিনের স্ত্রী আমেনা খাতুন।
এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) মোহাম্মদ তোফাজ্জল হোসেনকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২৫
এসআরএস