ঢাকা, শনিবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৯ নভেম্বর ২০২৪, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাঁদা না পেয়ে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৯
চাঁদা না পেয়ে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ ঝালকাঠি জেলার মানচিত্র

ঝালকাঠি: ঝালকাঠিতে চাঁদার টাকা না পেয়ে এক প্রবাসীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে ঝালকাঠি সদর উপজেলার বেশাইন খান গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, বেশাইন খান গ্রামের সোহরাব মোল্লার ছেলে সাইফুল ইসলাম মোল্লা দীর্ঘদিন ধরে দুবাই ছিলেন।

সম্প্রতি পরিবার-পরিজন নিয়ে গ্রামে থাকার জন্য একটি পাকা ভবন নির্মাণ করেন। যে ভবন নির্মাণকালে স্থানীয় কিছু যুবক তার কাছে মোটা অংকের টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দিয়ে ভবন নির্মাণ করায় দূর্বৃত্তরা বেশ কিছু মোটরসাইকেলে এসে দেশীয় অস্ত্র দিয়ে বাড়িতে হামলা চালায়।

এদিকে হামলার খবর থানা পুলিশকে অবহিত করা হলে তারা ঘটনাস্থল থেকে চলে যায়। ওখান থেকে হামলাকারীদের বেশ কয়েকটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

প্রবাসী সাইফুলের বাবা সোহরাব মোল্লা জানান, হামলার পরেও টাকা না দিলে তারা হত্যার হুমকি দিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি নিয়েছেন তারা।

ক্ষতিগ্রস্তরা অভিযোগ দিলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহমুদ হাসান।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৯
এমএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।