ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকায় সমাবেশে যোগ দিতে আসা সাতটি গাড়ি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
ঢাকায় সমাবেশে যোগ দিতে আসা সাতটি গাড়ি আটক

লক্ষ্মীপুর: ঢাকায় সমাবেশে যোগ দিলেই মিলবে সর্বনিম্ন এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ। এমন প্রলোভনে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে গ্রামের শত শত নিরীহ নারী-পুরুষ, কিশোর-কিশোরীকে।

'অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ' নামক ভূঁইফোঁড় সংগঠন নামে একটি চক্র লক্ষ্মীপুরের বিভিন্ন স্থান থেকে ঢাকায় নিতে নিরীহ লোকজনকে এমন প্রলোভন দেয়।

রোববার (২৪ নভেম্বর) রাতে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার করইতোলা বাজারে কথিত ওই সমাবেশে যোগ দেওয়ার জন্য ঢাকায় যাত্রাকালে তিনটি যাত্রীবাহী বড় বাস ও চারটি মাইক্রোবাসসহ প্রায় দুই শতাধিক নারী-পুরুষকে আটকে দিয়েছে স্থানীয় লোকজন। পরে খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে ছুটে আসে কমলনগর থানা পুলিশ এবং সেনাবাহিনীর একটি দল। পরে সেখান থেকে পুলিশ ১১ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। বাসগুলো জব্দ করা হয়।

স্থানীয় লোকজন জানায়, লক্ষ্মীপুরের বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক গ্রামের নিরীহ লোকজনকে প্রলোভন দেখিয়ে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

জব্দকৃত 'ঢাকা এক্সপ্রেস' নামক একটি বাসের চালক মো. সোহেল জানান, আলমগীর ও সিরাজ নামে দুই ব্যক্তি ঢাকায় যেতে তাদের বাসটি ভাড়া করে। কিন্তু স্থানীয়রা গাড়িটি আটকের পর ওই দুইজন সটকে পড়েন।  

বাসযাত্রী নারী-পুরুষরা জানায়, একটি চক্র সোমবার (২৫ নভেম্বর) ঢাকার শাহবাগ কিংবা সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হতে তাদের উদ্বুদ্ধ করে। ঋণের আবেদন ও সম্মেলনে উপস্থিতির জন্য প্রত্যেকের কাছ থেকে তারা নিয়েছে এক হাজার টাকা। ঋণপ্রত্যাশী ও সম্মেলনে উপস্থিতির জন্য দেওয়া হয়েছে টোকেন।

তারা দাবি করেন, টোকেনধারী সবাইকে দেওয়া হবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে এক লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ।

বাসে থাকা আলেয়া নামে এক নারী জানান, সমাবেশে যোগ দিতে লোকজন নিয়ে ঢাকা যাচ্ছেন তারা। সেখানে দেশ থেকে পাচার হয়ে যাওয়া টাকা ফিরিয়ে আনতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রস্তাব দেবেন তারা। ওই টাকা থেকে তাদের মতো গ্রামের নারী- পুরুষদের এক লাখ থেকে বড় অঙ্কের টাকা সুদমুক্ত ঋণ দেওয়া হবে এমনটাই ওই নারীকে জানিয়েছে চক্রটি।

উত্তর চর লরেঞ্চ গ্রামের গৃহবধূ ফারহানা আক্তার জানান, তিনি দশ টাকার বিনিময়ে এক লাখ টাকা ঋণ পাবেন। তবে এ জন্য তাকে ঢাকার সমাবেশে যোগ দিতে হবে। সমাবেশে যোগ দেওয়ার পরের দিন থেকে তাদের ঋণ দেওয়ার কথা ছিল। এর আগে তাদের প্রত্যেকের কাছ থেকে এক হাজার টাকা করে যাতায়াত ভাড়া নিয়েছে চক্রটি।

তোরাবগঞ্জ গ্রামের গৃহবধূ জেসমিন আক্তার জানান, গাড়ি ভাড়া হিসেবে তিনি এক হাজার টাকা দিয়েছেন। তার মতো এরকম প্রায় এক হাজার লোকের কাছ থেকে টাকা নিয়েছে ওই চক্রটি।

স্থানীয় মোরশেদ আলম নামে এক যুবক জানিয়েছেন, ৫ই আগস্টের কয়েকদিন পর থেকে একটি চক্র গ্রামের মানুষদের সুদমুক্ত ঋণ দেওয়ার নাম করে সংগঠিত করছিল। রোববার (২৪ নভেম্বর) রাতে সেই চক্রের আহ্বানে শত শত নারী পুরুষ ঢাকার উদ্দেশ্যে কথিত সমাবেশে যোগ দিতে রওনা হয়।

স্থানীয় জামায়াত নেতা সৈয়দ আনোয়ার হোসেন জানান, অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করার ষড়যন্ত্রের অংশ হিসেবে এটিও একটি ষড়যন্ত্র হতে পারে। প্রশাসন সঠিকভাবে তদন্ত করে ব্যবস্থা নেবে বলে আশা করছি।

কমলনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম সোমবার সকালে বলেন, 'অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ' নামে একটি সংগঠনের নাম করে একটি প্রতারক চক্র ঢাকাতে সমাবেশ করার জন্য লোকজন জড়ো করছে। তারা রামগতি-কমলনগরের নিরীহ লোকজনকে প্রলোভন দিয়েছে যে- এক হাজার টাকার দিয়ে ফরম পূরণ করলে বিনা সুদে এক লাখ টাকা ঋণ দেওয়া হবে। ঢাকাতে যে সমাবেশ, মূলত সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে সেটির ডাক দেওয়া হয়েছে। কিন্তু আমরা খবর নিয়েছি- ঢাকাতে সমাবেশ করতে পারেনি, সমাবেশ পণ্ড। ডিএমপি থেকে কোনো ধরনের অনুমতি নেয়নি তারা।

তিনি বলেন, খবর পেয়ে আমরা সাতটি গাড়ি জব্দ করেছি। জিজ্ঞাসাবাদের জন্য ১১ জনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।