ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

১০ম গ্রেড বেতন স্কেল বাস্তবায়নের দাবি আইডিএসইবির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৯
১০ম গ্রেড বেতন স্কেল বাস্তবায়নের দাবি আইডিএসইবির সংবাদ সম্মেলন। ছবি: শাকিল

ঢাকা: সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মতো ১০ম গ্রেড বেতন স্কেল বাস্তবায়নসহ ৫ দফা দাবি জানিয়েছে ইনস্টিটিউট অব ডিপ্লোমা সার্ভে ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিএসইবি)।

শনিবার (০৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা সার্ভে ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিএসইবি) আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের চেয়ারম্যান হুমায়ুন কবির তুষার। এসময় আইডিএসইবির মহাসচিব মাঈনুল হক চৌধুরী দুলালসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আইডিএসইবির চেয়ারম্যান হুমায়ুন কবির তুষার বলেন, ভূমি মন্ত্রণালয়ে উপ-সহকারী সেটলমেন্ট অফিসার পদে দীর্ঘ ১৬ বছর ধরে কোনো পদোন্নতি বা নিয়োগ না থাকায় প্রায় ১২৫০টি পদ শূন্য রয়েছে। এ শূন্য পদ পূরণের জন্য আদালতে ৮টি মামলার রায় বাস্তবায়নে মন্ত্রণালয় থেকে পিএসসি কতৃক সুপারিশের জন্য প্রস্তাব দেওয়ার সুপারিশ করা হয়। সুপারিশ প্রাপ্তদের জিও জারির বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী নথি অনুমোদন হওয়ার পরও জিও জারি হয় নি। যা অত্যন্ত দুঃখ জনক।  

তিনি বলেন, সরকারের সব দপ্তরে কর্মরত অন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ১০ম গ্রেড বেতন স্কেল বাস্তবায়ন করা হয়। অথচ সমমান এক ও অভিন্ন শিক্ষাগত যোগ্যতা হওয়া সত্বেও সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে সমমানের পদে নিয়োগ দেওয়ার পরও ১০ম গ্রেড বেতন স্কেল বাস্তবায়ন করা হয়নি। উক্ত বৈষম্য দূর করতে প্রধানমন্ত্রী কর্তৃক সব ডিপ্লোমাধারীদেরকে ২য় শ্রেণির গেজেটেড পদমর্যাদা ও বেতন স্কেল ১০ম গ্রেডের অনুশাসন রয়েছে। যা বাস্তবায়নের জন্য আমরা ইতোমধ্যে জাতীয় প্রেসক্লাবের সামনে মানব বন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেছি।

সংবাদ সম্মেলনে জানানো অন্য দাবিগুলো হলো- উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার পদে পদোন্নতির নিমিত্তে পিএসসি কর্তৃক সুপারিশ প্রাপ্তদের দ্রুত জিও জারি, সব দপ্তরে সার্ভেয়ার পদের নিয়োগ বিধিতে শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং টেকনোলজি) প্রতিস্থাপন করতে হবে। সার্ভেয়ার পদটি কারিগরি পদ হিসেবে ঘোষণা এবং সব দপ্তরে সার্ভেয়ার সমমানের শূণ্যপদে নিয়োগ দেওয়ার দাবি জানানো হয়।  

বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের আওতায় ১৯৮৭ সাল থেকে ৩ বছর মেয়াদী অন্য ডিপ্লোমার ন্যায় সার্ভে ডিপ্লোমা শিক্ষাক্রম চালু হয়। পরে ২০০০ সাল থেকে ইঞ্জিনিয়ারিং এর ন্যায় ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম চালু হয়। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ৩৪টি টেকনোলজি রয়েছে যার মধ্যে সার্ভেয়িং টেকনোলজি অন্যতম।  

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৯
জিসিজি/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।