ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

নিখাদ দেশপ্রেমই শেখ হাসিনার যাদুর কাঠি: মতিয়া 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৯
নিখাদ দেশপ্রেমই শেখ হাসিনার যাদুর কাঠি: মতিয়া  বক্তব্য রাখছেন মতিয়া চৌধুরী। ছবি: বাংলানিউজ

শেরপুর: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, শেখ হাসিনার হাতে যাদুর কাঠি আছে যা দিয়ে তিনি দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন। আর সেই যাদুর কাঠিটা অন্য কিছু নয় নিখাদ দেশপ্রেম এবং এই দেশের মানুষের প্রতি তার ভালোবাসা। 

তিনি বলেন, গত  ৯৬  সালে আমরা সরকার গঠন করেছিলাম ৪০ লাখ টন খাদ্য ঘাটতি নিয়ে। ২০০০ সালে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হই।

আমরা ক্ষমতা থেকে চলে গেলে আবার দেশে খাদ্য ঘাটতি হয় ২৬ লাখ টন। ২০০৮ সালে আমরা আবার ক্ষমতায় আসার পর আল্লাহর রহমতে এখন দেশে খাদ্য উদ্বৃত্ত রয়েছে।  

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদ মুক্তমঞ্চে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

তিনি আরও বলেন, আমি কখনও আপনাদের আমানতের খেয়ানত করি নাই। কখনও যেন না করি সেই দোয়া করবেন। পাই পাই করে আমি আপনাদের আমানত বুঝিয়ে দেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সহকারী পুলিশ সুপার (এএসপি) নালিতাবাড়ী সার্কেল মো. জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী আমিনুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আশুরা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু, আব্দুস সবুর, লুৎফুন্নাহার, ওয়াজ কুরুনী, হাজী মোশারফ হোসেন, আছমত আরা আছমা, ফারুক আহমেদ বকুল, গোপাল চন্দ্র সরকার, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক খন্দকার শফিকুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক আজাদ মিয়া, উপজেলা যুবলীগের আহ্বায়ক হাজী জাহাঙ্গীর আলম, যুগ্ম- আহ্বায়ক হাফিজুল ইসলাম জুয়েল, শহর যুবলীগের সভাপতি মেহেদী হাসান রাজনসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতারা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী উপজেলার মোট ১৮০টি প্রাথমিক বিদ্যালয়, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় টিআর প্রকল্পের ৩৭ লাখ ৫০ হাজার টাকার ৯৫৬ জোড়া লোহার ব্রেঞ্চ বিতরণ করেন।  

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।