ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে বাতিল হচ্ছে নদী ও খালের লিজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৯
হবিগঞ্জে বাতিল হচ্ছে নদী ও খালের লিজ

হবিগঞ্জ: হবিগঞ্জের বিভিন্ন উপজেলায় শিগগিরই বাতিল হচ্ছে নদী ও সরকারি খালের লিজ। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দখলমুক্ত করা হবে সরকারি জলাশয়গুলো।

রোববার (০৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

হবিগঞ্জের বিভিন্নস্থানে সড়কে ট্রাক-ট্রাক্টর দাঁড় করিয়ে অবৈধভাবে বালু উত্তোলন, চা বাগানে চুরি-ডাকাতি রোধ, গাছ পাচারের বিরুদ্ধে ব্যবস্থা, শিগগিরই হবিগঞ্জ পৌরসভার ডাম্পিং স্টেশন স্থাপন, অবৈধ টমটম ও অটোরিকশা বন্ধ করে যানজট নিরসনসহ নানা বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয় এ আইনশৃঙ্খলা কমিটির সভায়।

এতে বক্তব্য রাখেন- হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট আবু জাহির, জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিকায়ক এম জাহিদুর রশিদসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

উপদেষ্টার বক্তৃতায় এমপি আবু জাহির বলেন, সভায় শুধু সিদ্ধান্ত নেওয়া পর্যন্ত সীমাবদ্ধ থাকলে চলবে না। সরকারি কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের সমন্বয়ে এসব বাস্তবায়নে আন্তরিক থাকতে হবে।  

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।