ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রেলমন্ত্রীর সঙ্গে ‘অধিকার’র নেতাদের সৌজন্য সাক্ষাৎ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৯
রেলমন্ত্রীর সঙ্গে ‘অধিকার’র নেতাদের সৌজন্য সাক্ষাৎ রেলমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে ‘অধিকার’র নেতারা

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরের রেলভূমিতে বসবাসকারীদের উচ্ছেদ নয়, বরাদ্দ/বন্দোবস্ত চাই দাবিতে আন্দোলনকারী সংগঠন অধিকারের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

সোমবার দুপুরে (৯ সেপ্টেম্বর) মন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ করেন নেতারা।

মতবিনিময়কালে মন্ত্রী আন্তরিকতার সঙ্গে অধিকারের নেতাদের বক্তব্য শোনেন এবং বলেন, রেলের প্রয়োজন ছাড়া কাউকে গৃহহীন বা আশ্রয়হীন করা হবে না।

এসময় রেলের জমিতে বসবাসকারীদের সংশোধিত নীতিমালার আলোকে বরাদ্দ দেওয়ার আশ্বাস দেন তিনি।  

এ ব্যাপারে তিনি ‘অধিকার’ ও সৈয়দপুরবাসীর সহযোগিতা কামনা করেন।
মন্ত্রী আগামী ১৪ সেপ্টেম্বর সৈয়দপুরে অবস্থান করবেন এবং দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানাসহ বিভিন্ন অবকাঠামো পরিদর্শন করবেন। সৈয়দপুরে অবস্থানকালীন মন্ত্রীর সঙ্গে অধিকার ও রেলভূমিতে বসবাসকারীদের আরও আলোচনা হবে বলে সূত্র জানিয়েছে।  

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।