সোমবার দুপুরে (৯ সেপ্টেম্বর) মন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ করেন নেতারা।
মতবিনিময়কালে মন্ত্রী আন্তরিকতার সঙ্গে অধিকারের নেতাদের বক্তব্য শোনেন এবং বলেন, রেলের প্রয়োজন ছাড়া কাউকে গৃহহীন বা আশ্রয়হীন করা হবে না।
এ ব্যাপারে তিনি ‘অধিকার’ ও সৈয়দপুরবাসীর সহযোগিতা কামনা করেন।
মন্ত্রী আগামী ১৪ সেপ্টেম্বর সৈয়দপুরে অবস্থান করবেন এবং দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানাসহ বিভিন্ন অবকাঠামো পরিদর্শন করবেন। সৈয়দপুরে অবস্থানকালীন মন্ত্রীর সঙ্গে অধিকার ও রেলভূমিতে বসবাসকারীদের আরও আলোচনা হবে বলে সূত্র জানিয়েছে।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৯
আরএ