এসময় সেখানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ, প্রধান চিকিৎসক ডা. এস এম নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী বলেন, মেডিক্যাল সেন্টারের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে চিকিৎসাসেবার মান উন্নয়নের জন্য বর্তমান প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
জানা যায়, ১৯৯৫ সালে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টার চালু হয়। মেডিক্যাল প্রতিষ্ঠার ২৪ বছর হলেও এর মধ্যে চালু হয়নি দন্তসেবা। তবে বেশ কয়েক বছর আগেও দন্তসেবার সরঞ্জামাদি কেনা হলেও নিয়োগ হয়নি দন্ত চিকিৎসক।
সোমবার এ দন্তসেবা চালুর মধ্যে দিয়ে খণ্ডকালীন দু’জন দন্ত চিকিৎসক নিয়োগ দেওয়া হয়। সপ্তাহে চারদিন তাদের এ চিকিৎসাসেবা দেওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৯
আরএ