ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৯
ঝালকাঠিতে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

ঝালকাঠি: ঝালকাঠিতে বাকপ্রতিবন্ধী এক কিশোরীকে (১৭) ধর্ষণের মামলায় মিলন তালুকদার (৩৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ২৫ হাজার টাকা জরিমানা অনাদা‌য়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (০৯ সে‌প্টেম্বর) ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ. মো. তোফায়েল হাসান এ রায় দেন। পলাতক থাকায় রায় ঘোষণার সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন না।

দণ্ডপ্রাপ্ত মিলন সিকদার রাজাপুরের পশ্চিম পুটিয়াখালী গ্রামের আজাহার সিকদারের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ১৯ আগস্ট দুপুরে মিলন সিকদার প্রতিবেশী এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে ঘরের ভেতর একা পেয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় ওই কিশোরীর বাবা পরের দিন রাজাপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা রাজাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ ওই বছরের ৩১ অক্টোবর আদালতে চার্জশিট দেন। আদালত সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি এম আলম খান কামাল।

বাংলা‌দেশ সময়: ০৩২৪ ঘণ্টা, সে‌প্টেম্বর ১০, ২০১৯
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।