ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

ঝিনাইদহে আগুনে পুড়ে মারা গেছে বিদেশি জাতের শতাধিক পাখি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৭, মার্চ ১৩, ২০২৫
ঝিনাইদহে আগুনে পুড়ে মারা গেছে বিদেশি জাতের শতাধিক পাখি ঝিনাইদহে আগুনে পুড়ে মারা গেছে বিদেশি জাতের শতাধিক পাখি

ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের ব্যাপারিপাড়া শাপলা চত্ত্বরে একটি পশু-পাখির দোকানে আগুন লেগে শতাধিক বিদেশি জাতের পাখির মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, বুধবার (১২ মার্চ) রাত সাড়ে দশটার দিকে শাপলা চত্ত্বরের কাজী ইবলুর বিডি বার্ড ফুডের দোকানে আগুন লাগে।

মশার কয়েল থেকে আগুন মুহূর্তেই পুরো দোকানে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা টের পেয়ে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন।

পরে ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে আগুন আর ধোঁয়ায় দোকানের ভিতরে থাকা শতাধিক লাভবার্ড, ককাটেল, বাজরিকা, ডায়মন্ড ডাভ জাতের বিদেশি পাখি মারা যায়।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে আগুনে প্রায় দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, ১৩ মার্চ ২০২৫
এসএইচ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ