ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দেশকে এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: ড. হাছান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৯
দেশকে এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: ড. হাছান

ঢাকা: উন্নয়নের বর্তমান ধারা অব্যাহত রেখে দেশকে আরও এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ঢাকাস্থ রাঙ্গুনিয়া উপজেলা সমিতির স্থায়ী কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে রাঙ্গুনিয়া সমিতির স্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ড. হাছান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। আজ বাংলাদেশের মাথাপিছু আয় পাকিস্তানের চেয়ে বেশি। কিছুদিনের মধ্যে বাংলাদেশের মাথা পিছু আয় ভারতকেও ছাড়িয়ে যাবে।  

‘সব সূচকে বাংলাদেশ আজ পাকিস্তানকে ছাড়িয়ে গেছে। কিছু কিছু ক্ষেত্রে ভারতকেও ছাড়িয়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বাংলাদেশ এখন বিশ্বের এক নম্বরে। সবাইকে সম্মিলিতভাবে উন্নয়নের এই ধারাকে আরও এগিয়ে নিতে হবে। ’

তিনি বলেন, শুধু উন্নয়নের মাধ্যমেই উন্নত জাতি গঠন হয় না। উন্নত জাতি গঠন ভিন্ন কাজ। বস্তুগত উন্নয়নেই শুধু উন্নয়ন হয় না। এর জন্য আত্মিক উন্নয়ন প্রয়োজন। সেই কাজটি সবাইকে করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সবুর, ঢাকাস্থ রাঙ্গুনিয়া উপজেলা সমিতির সহ-সভাপতি গিয়াস উদ্দিন খান প্রমুখ আরও বক্তব্য রাখেন।  

অনুষ্ঠান শুরুর আগে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ফলক উন্মোচন করে কার্যালয়ের উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৯
এসকে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।