বুধবার (১১ সেপ্টেম্বর) কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন একটি বার্তায় এ অনুরোধ জানায়।
মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, ইদানিং দেখা গেছে, দেশে ফিরে যাওয়ার জন্য হাইকমিশন থেকে ট্রাভেল পারমিট (ট্রাভেল পাস বা টিপি) নিয়ে ছবি বদল, ছবির ওপর সই নকল এবং সিল নকল করে অনেক তথ্য মুছে ফেলে বা বদল করে ব্যবহার করার চেষ্টা হচ্ছে।
এদিকে, এসব যাচাই না করে নানাভাবে মিডিয়ায় প্রচার হচ্ছে। ফলে হাইকমিশন সম্পর্কে জনমনে ভুল ধারণা বা বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। তাই এ ধরনের কাজ থেকে বিরত থাকা এবং বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন।
বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৯
টিআর/টিএ