ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মালয়েশিয়ায় নকল হচ্ছে ট্রাভেল পারমিট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
মালয়েশিয়ায় নকল হচ্ছে ট্রাভেল পারমিট মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন, ছবি: বাংলানিউজ

ঢাকা: মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিদের ট্রাভেল পারমিট নকল হচ্ছে বলে জানিয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। এই ট্রাভেল পারমিট নকল না করার জন্য প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ জানিয়েছে হাইকমিশন।

বুধবার (১১ সেপ্টেম্বর) কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন একটি বার্তায় এ অনুরোধ জানায়।

মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, ইদানিং দেখা গেছে, দেশে ফিরে যাওয়ার জন্য হাইকমিশন থেকে ট্রাভেল পারমিট (ট্রাভেল পাস বা টিপি) নিয়ে ছবি বদল, ছবির ওপর সই নকল এবং সিল নকল করে অনেক তথ্য মুছে ফেলে বা বদল করে ব্যবহার করার চেষ্টা হচ্ছে।

অর্থাৎ নিজের টিপি অন্যের হাতে তুলে দেওয়া হচ্ছে।

এদিকে, এসব যাচাই না করে নানাভাবে মিডিয়ায় প্রচার হচ্ছে। ফলে হাইকমিশন সম্পর্কে জনমনে ভুল ধারণা বা বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। তাই এ ধরনের কাজ থেকে বিরত থাকা এবং বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৯
টিআর/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।