ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

১২তম কমনওয়েলথ সম্মেলনে যাচ্ছেন প্রতিমন্ত্রী ইন্দিরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৯
১২তম কমনওয়েলথ সম্মেলনে যাচ্ছেন প্রতিমন্ত্রী ইন্দিরা মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

ঢাকা: নাইরোবিতে অনুষ্ঠেয় ১২তম কমনওয়েলথ মহিলা বিষয়ক মন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে কেনিয়া সফরে যাচ্ছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

শনিবার (১৪ সেপ্টেম্বর) জানা যায়,  প্রতিমন্ত্রী রোববার (১৫ সেপ্টেম্বর) নাইরোবির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

নাইরোবিতে আগামী ১৭ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত চারদিন দিনব্যাপী ১২তম কমনওয়েলথ মহিলা বিষয়ক মন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হবে।

এতে বাংলাদেশসহ কমনওয়েলথভুক্ত ৫৩টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের যোগ দেওয়ার কথা রয়েছে।

প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা ৫ সদস্য বিশিষ্ট  বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। প্রতিনিধি দলে রয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার।  

প্রতিমন্ত্রী সম্মেলনে বাংলাদেশে নারী উন্নয়ন, নারীর রাজনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন, কর্মসংস্থানসহ নারী উন্নয়ন বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশের সাফল্য ও অবস্থান তুলে ধরবেন।

সচিব কামরুন নাহার সম্মেলনে সিনিয়র অফিসিয়ালদের একটি সেশনে নারী উন্নয়ন বিষয়ে সরকারের বিভিন্ন কার্যক্রম, অর্জন ও ভবিষ্যত কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য দেবেন বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৯ 
জিসিজি/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।