ঢাকা, রবিবার, ২৪ ফাল্গুন ১৪৩১, ০৯ মার্চ ২০২৫, ০৮ রমজান ১৪৪৬

জাতীয়

রাজু ভাস্কর্য থেকে ধর্ষণবিরোধী মঞ্চ ঘোষণা, দুই দফা দাবি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৬ ঘণ্টা, মার্চ ৯, ২০২৫
রাজু ভাস্কর্য থেকে ধর্ষণবিরোধী মঞ্চ ঘোষণা, দুই দফা দাবি

ঢাবি: মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্য থেকে ধর্ষণবিরোধী মঞ্চ ঘোষণা করেছেন নারী শিক্ষার্থীরা। এই প্লাটফর্ম থেকে তারা দুইদফা দাবি জানিয়েছেন।

 

এগুলো হলো- বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিগত সময়ের সব ধর্ষককে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং মাগুরায় আছিয়াকে ধর্ষণের ঘটনায় ধর্ষকদের ফাঁসি কার্যকর করা। এই দুটি দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মঞ্চ থেকে নিয়মিত কর্মসূচি পালন করবেন তারা৷ 

৯ মার্চ ভোর রাত ২টা নাগাদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা এবং ঢাবি সমাজবিজ্ঞান বিভাগের ছাত্রী রাফিয়া রেহনুমা হৃদি এ ঘোষণা দেন। এছাড়াও আগামীকাল সন্ধ্যা সাড়ে ৭টায় সারা দেশে ধর্ষণের বিচারের দাবিতে মশাল মিছিল কর্মসূচি ঘোষণা করেন উমামা ফাতেমা। এরপর তারা হলে ফিরে যান।  

এর আগে রাত ১২টা নাগাদ ঢাবির নারী শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসেন। তারা ধর্ষকের বিচার দাবি করেন এবং ‘তুমি কে, আমি কে, আছিয়া, আছিয়া’ স্লোগান দেন।  

শুরুতে বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের নারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর প্রদক্ষিণ করেন। পরে তাদের সঙ্গে অন্যান্য হলের নারী শিক্ষার্থীরা যোগ দেন। নারীদের সঙ্গে বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে পুরুষ শিক্ষার্থীরাও জড়ো হন।  

কর্মসূচি ঘোষণা দিয়ে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাফিয়া রেহনুমা হৃদি বলেন, আজকের কর্মসূচি থেকে ধর্ষণবিরোধী মঞ্চ ঘোষণা করা হলো। যতক্ষণ পর্যন্ত আছিয়ার ঘটনায় ধর্ষকদের মৃত্যুদণ্ড কার্যকর করা না হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

আগামীকালের কর্মসূচি ঘোষণা করে উমামা ফাতেমা বলেন, আগামীকাল সন্ধ্যা সাড়ে ৭টায় রাজু ভাস্কর্য থেকে দুই দফা দাবিতে মশাল মিছিল হবে। বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা ধর্ষণবিরোধী মঞ্চের ব্যানারে মিছিল নিয়ে এসে এতে অংশ নেবে। শিশু আসিয়ার ধর্ষণের বিচার নিশ্চিতে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে তোলা আল্টিমেটাম দেন তিনি।  

আরও: ধর্ষকদের ফাঁসির দাবিতে উত্তাল ঢাবি, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি 

বাংলাদেশ সময়: ০৩৩৫ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৫
এফএইচ/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।