শনিবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম আলী খাঁ হলে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়।
পরিষদের সভাপতি আলমগীর হোসেন বলেন, পূবালী ব্যাংক আমাদের ক্রীতদাস বানিয়ে রেখেছে।
তিনি বলেন, পূবালী ব্যাংকে প্রায় ১২শ’ আর্মড গার্ড রয়েছে। আগে আমাদের ওভারটাইম ছিল। ১৯৮৪ সালের পর থেকে তাও দেওয়া হচ্ছে না। আমাদের দাবির জন্য অনেককে শাস্তিস্বরূপ বদলি করা হয়েছে। ন্যায্য দাবিগুলো দ্রুত মেনে নিলে কর্তৃপক্ষেরই মঙ্গল হবে।
এসব দাবি যাচাই-বাছাই করে মেনে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান আলমগীর হোসেন। নাহলে এর জন্য কোনো অনভিপ্রেত ঘটনা ঘটলে তার দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই বহন করতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
আর্মড গার্ড পরিষদের সভাপতি বলেন, আমাদের দাবি না মানলে প্রয়োজনে রাজপথে নামবো। পূবালী ব্যাংকের প্রধান কার্যালয় ঘেরাওয়ের মতো কর্মসূচিসহ কঠিন আন্দোলনে নামতে আমরা পিছুপা হবো না।
আর্মড গার্ড পরিষদের দাবিগুলো হলো- ২৪ ঘণ্টার বদলে ডিউটি ৮ ঘণ্টা করা। হয়রানি ও প্রহসনমূলক বদলি বন্ধ, উপযুক্ত ওভারটাইম দেওয়া, কমপক্ষে সাতটি ধাপে পদোন্নতির ব্যবস্থা করা, নিরাপত্তা ডিউটি বিঘ্নিত করে অন্য কোনো কাজ না করানো, সাপ্তাহিক ছুটিসহ সব ছুটির বিধান, রাতের ডিউটির জন্য নাইটগার্ড নিয়োগ, শ্রমবিধি-২০১৮ অনুযায়ী নিরাপত্তা কর্মীদের ইউনিয়ন করার পূর্ণ অধিকার দেওয়া ও অবৈধভাবে চাকরিচ্যূতদের পুনর্বহাল।
এসময় আরও উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক লিমিটেডের আর্মড গার্ড কল্যাণ পরিষদের সহ-সভাপতি আলমগীর হোসেন শেখ, সাধারণ সম্পাদক আতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক আলীস মির্জাসহ অন্য সদস্যরা।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৯
জিসিজি/একে