গত দু’দিন ধরে নগরের রূপাতলী বাসস্ট্যান্ড, কেন্দ্রীয় নথুল্লাবাদ বাসস্ট্যান্ড, হাতেম আলী কলেজ চৌমাথা, আমতলামোড়সহ বিভিন্নস্থান যানজটমুক্তসহ সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে বাস মালিক সমিতি, শ্রমিক ইউনিয়নসহ মাহেন্দ্রা ইউনিয়নের নেতা ও চালকদের নিয়ে সচেতনতামূলক পথসভা করেছেন ট্রাফিক বিভাগের কর্মকর্তারা।
এতে অংশ নেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ-কমিশনার খায়রুল আলম, সহকারী পুলিশ কমিশনার (এসি ট্রাফিক) ফাইয়েজুর রহমানসহ অন্য পরিদর্শকরা।
উপ-পুলিশ কমিশনার (ডিসি) ট্রাফিক খায়রুল আলম বলেন, বরিশাল মেট্রোপলিটন এলাকার সড়কগুলো নিরাপদ করার ক্ষেত্রে যা যা করণীয়, ট্রাফিক বিভাগ থেকে তার সবই করা হবে। সড়কগুলোতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় যেন কারও প্রাণহানি না ঘটে, সেজন্য ট্রাফিক বিভাগ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
তিনি বলেন, অবৈধভাবে চারলেন সড়কগুলোতে যানবাহন রাখা হলে তা আটক করা হবে। যেসব চারলেনের সড়কে সংস্কারের সমস্যা রয়েছে, সেসব সমাধানে তিনি মেয়রের সঙ্গে কথা বলবেন বলেও জানান এ কর্মকর্তা।
খায়রুল আলম বলেন, নগরের প্রতিটি সড়ক যেন যানজটমুক্ত ও পরিচ্ছন্ন থাকে, ট্রাফিক বিভাগের সব সদস্য সে লক্ষ্যে কাজ করে যাবে।
বাস, মিনিবাস, মাইক্রোবাসসহ বিভিন্ন হালকা ও ভারী যানবাহনে কাগজপত্র, ফিটনেস সমস্যা রয়েছে, সেগুলো দ্রুত সমাধানে বাসমালিক এবং শ্রমিক ইউনিয়নের নেতাদের প্রতি আহবান জানান তিনি।
অবৈধ থ্রি-হুইলার বিআরটিএর আওতায় না থাকায় সেগুলোর বিষয়ে নগরের ট্রাফিক বিভাগ কোনো ব্যবস্থা নিতে পারছে না। তবে, বরিশাল সিটি করপোরেশন থেকে এসব যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উদ্যোগ নেওয়া হলে সেক্ষেত্রে ট্রাফিক বিভাগ সহায়তা করবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ০৩০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৯
এমএস/একে