ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সুন্দরবনে মুক্তিপণের দা‌বি‌তে ৬ জেলেকে অপহরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯
সুন্দরবনে মুক্তিপণের দা‌বি‌তে ৬ জেলেকে অপহরণ

সাতক্ষীরা: সুন্দরবন থেকে কয়েক লাখ টাকা মুক্তিপণের দা‌বি‌তে ছয় জেলেকে অপহরণ ক‌রে‌ছে বনদস্যু দল  জিয়া-জোনাব বাহিনীর সদস্যরা।

মঙ্গলবার (১৭ সে‌প্টেম্বর) সুন্দরবনের গহিনে বঙ্গোপসাগর সংলগ্ন দ‌ক্ষিণ তালপট্টি এলাকা থে‌কে তা‌দের অপহরণ করা হয়।

অপহৃত জেলেরা হলেন- শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পাতাখালি গ্রামের ওয়াজেদ সরদারের ছেলে ইকবাল সরদার (২৫), রিয়াজুল গাজীর ছেলে জিন্নাত গাজী (২৮), ডুমুরিয়া গ্রামের মুছা মিস্ত্রীর ছেলে আলামিন (২৬), ছোট ভেটখালী গ্রামের দৌলত ফকিরের ছেলে মহিবুলাহ (৫৫), খালেক গাজীর ছেলে আশিক গাজী (৪০) এবং পার্শ্বেখালী গ্রামের এন্তাজ সরদারের ছেলে আসাদুজ্জামান (৩৩)।

অপহৃত জেলেদের বরাত দিয়ে ফিরে আসা জেলে শ্যামনগরের বড় ভেটখালী গ্রামের কওছার মোড়লের ছেলে শহিদুল ইসলাম ও গাবুরা গ্রামের এন্তাজ আলী জানান, এক সপ্তাহ আগে বুড়িগোয়ালিনী বন অফিস থে‌কে পাশ নিয়ে তারা সুন্দরবনে মাছ ধরতে যায়। মঙ্গলবার সকালে তালপট্টি এলাকা থেকে সাত লাখ টাকা মুক্তিপণের দা‌বি‌তে বনদস্যু দল জিয়া-জোনাব বাহিনীর সদস্যরা তাদের ছয় সঙ্গী‌কে অপহরণ করে ভারতীয় সীমানায় নিয়ে যায়।  

এদিকে, জেলে‌দের অপহরণের বিষয়ে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এসও) আক্তারুজ্জামান জানান, এ বিষয়ে এখনও পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০২৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯
এইচএমএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।