বুধবার (১৮ সেপ্টেম্বর) বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি মডেল থানা পুলিশের তত্ত্বাবধায়নে নিরাপত্তাজনিত কারণে শিশুটিকে তার মায়ের সঙ্গে ওই সেন্টারে নেওয়া হয়। সেখানে তাদের দেখভালের জন্য নারী পুলিশ সদস্যদের সার্বক্ষণিক দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার শিশুটির শারীরিক অসুস্থতা দেখা দিলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের শিশুবিভাগের চিকিৎসকদের কাছে নিয়ে আসা হয়। সার্বিকভাবে সাতদিন বয়সী শিশুটি ভালো আছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
শিশুটির সঙ্গে আসা কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আকলিমা জানান, শিশুটির নাম রাখা হয়েছে হাসান। তার মা মানসিকভাবে ভারসাম্যহীন তাই তাদের কোতোয়ালি মডেল থানার পাশে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। যেখানে আমাদের নারী পুলিশ সদস্যরা তাদের দেখভাল করছেন।
এদিকে হাসপাতালে দায়িত্বরত এসআই নাজমুল হুদা জানান, ওই নারীর স্বজনদের খোঁজা হচ্ছে, পাশাপাশি তিনি যাতে সুস্থ হয়ে উঠতে পারেন, সেদিকে খেয়াল রাখা হচ্ছে।
এর আগে গত বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় চরকাউয়া খেয়াঘাট এলাকার যাত্রী ছাউনিতে মানসিক ভারসাম্যহীন এক নারী ফুটফুটে একটি বাচ্চা প্রসব করেন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মানসিক ভারসাম্যহী ওই নারীসহ শিশুটির খোঁজখবর নিতে শেবাচিম হাসপাতালে যান। এ সময় তাদের সর্বাধিক চিকিৎসাসেবা দিতে শেবাচিম কর্তৃপক্ষ ও সমাজ সেবা অধিদপ্তরের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। একইসঙ্গে শিশুটি ও তার মায়ের নিরাপত্তার স্বার্থে নারী পুলিশ নিযুক্ত করেন। চিকিৎসা শেষে তাদের ভিকটিম সাপোর্ট সেন্টারে নেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯
এমএস/এএটি