বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর বিচারক সামছুদ্দিন খালেদ শুনানি শেষে এ আদেশ দেন।
বাদী পক্ষের আইনজীবী রবিউল হাসান পলাশ বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ গ্রেফতারকৃত আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও দীর্ঘ তদন্ত শেষে ১৬ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করে আদালতে।
গত ৩০ ডিসেম্বর রোববার রাতে চরজুবলী ইউনিয়নের মধ্য বাগ্গা গ্রামের সোহেল, হানিফ, স্বপন, চৌধুরী, বেচু, বাদশা আলম ওরফে বাসু, আবুল, মোশারেফ ও ছালাউদ্দিন ৪ সন্তানের জননীর বসত ঘর ভাংচুর করে। এক পর্যায়ে তারা ওই নারীর স্বামী ও মেয়েকে বেঁধে রেখে স্বামীকে বেদম প্রহার করে। পরে ওই নারীকে ঘরের বাইরে নিয়ে গণধর্ষণ করে ও পিটিয়ে আহত করে।
পরদিন ওই নারী ও তার স্বামীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী সিরাজ বাদি হয়ে ৯ জনকে আসামি করে চর জব্বার থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় তখন সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়।
বাংলাদেশ সময়: ০৪৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৯
এমএমএস