ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভাঙ্গায় মহাসড়কে দুই ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৪
ভাঙ্গায় মহাসড়কে দুই ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭ আটক ডাকাতদের মধ্যে চারজন

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে পৃথক দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া ডাকাতি হওয়া চারটি পিকআপ ভ্যান ও ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

 

ডাকাতরা গভীর রাতে মহাসড়কে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে গরু, পিকআপভ্যান ও ট্রাক ভর্তি মাছসহ নগদ টাকা লুট করে নেয় বলে পুলিশ জানায়।  

এমন দুটি ঘটনায় ভাঙ্গা থানায় মামলা হলে পৃথক অভিযানে ৭ জনকে গ্রেপ্তার করা হয়। রোববার (২২ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান।  

এর আগে একটি ডাকাতির ঘটনায় ভাঙ্গা উপজেলার চান্দ্রা মুখডোবা গ্রামের পারভেজ মুন্সি (২৭) ও শরীয়তপুরের গোসাইহাট থানার ঢালীরহাট গ্রামের আরাফাত হোসেনকে (২৬) গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের দেওয়া স্বীকারোক্তি মোতাবেক গতকাল শনিবার দুপুরে ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ড থেকে গোপালগঞ্জের কাশিয়ানী থানার শিবগাতি জুনাশুর গ্রামের সোহেল কাজী (২৩) ও জুয়েল কাজী (২২), কোটালীপাড়া থানার কান্দি গ্রামের মিন্টু শেখ (৫৫) ও ধোরার গ্রামের সাগর (২৫) নামে চার সদস্যকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত পহেলা নভেম্বর রাত প্রায় ১২টার দিকে ভাঙ্গা উপজেলার হামিরদি ইউনিয়নের ফরিদপুর-ঢাকা মহাসড়ক থেকে নজরুল ইসলাম (৪৪) নামে গরু ব্যবসায়ীকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ১৩/১৪ জন ডাকাত। ডাকাতদল একটি সাদা রঙের মাহিন্দ্র নিয়ে ওই ব্যবসায়ীর ব্যবহৃত পিকআপভ্যান ওভারটেক করে সামনে দাঁড় করে গতিরোধ করে। পরে ওই ব্যবসায়ী ও পিকআপভ্যানের চালককে গাড়িতে তোলার চেষ্টা করে। এ সময় তাদের হাত-পা, চোখ ও মুখ বেঁধে কুপিয়ে জখম করে। পরে তাদের জিম্মি করে শরীয়তপুর জেলার জাজিরা থানাধীন গনির মোড় নামক একটি জায়গায় নিয়ে ফেলে দেয়। এসময় তাদের ৯ লাখ টাকা মূল্যের তিনটি গরু, পিকআপ ভ্যান ও নগদ টাকা নিয়ে যায়। এ ঘটনার পর গত ৫ ডিসেম্বর অজ্ঞাতদের নামে থানায় মামলা করেন গরু ব্যবসায়ী নজরুল ইসলাম। তিনি উপজেলার নুরুল্ল্যাগঞ্জ ইউনিয়নের ধর্মদি গ্রামের বাসিন্দা।

এছাড়া গত ৪ নভেম্বর রাত ৪টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলাধীন চুমুরদি এলাকা থেকে ১০ মণ পাঙাস মাছ ভর্তি একটি পিকআপভ্যানের গতিরোধ করে ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল। তারা পিকআপভ্যানের চালককে অপর একটি পিকআপভ্যানের মাধ্যমে চাপ দিয়ে গতিরোধ করে। এ সময় ডাকাত দল চালক ও মাছের মালিকের হাত-পা, চোখ ও মুখ বেঁধে ফেলে। সে সময় তাদের গাড়ির ভেতর ত্রিপল জাতীয় কিছু দিয়ে ঢেকে মারধর করে। পরে তাদের গোপালগঞ্জের কাশিয়ানী থানাধীন গাড়াখোলা মাদরাসার পাশে ফেলে দিয়ে মাছ, পিকআপভ্যান ও নগদ টাকা নিয়ে চলে যায় ডাকাতদল।

এ ঘটনায় ভাঙ্গা থানায় অজ্ঞাতদের নামে মামলা করেন মাছের মালিক ও ভাঙ্গা বাজারের মৎস্য আড়তদার হৃদয় শীল (২৫)।  

এ ঘটনায় আজ রোববার ভোর সাড়ে ৪টার দিকে কেরানীগঞ্জের নজরগঞ্জ জিনজিরা এলাকার থেকে জড়িত মেহেদী হাসান মৃধা (২৮) নামে ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করে। তিনি মাদারীপুর জেলার রাজৈর থানার শংকরদী গ্রামের ইমদাদুল হকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের দুইজনকে ১৬৪ ধারায় জবানবন্দি লিপিবদ্ধ করণের জন্য এবং তিনজনকে ৭ দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।