ঢাকা, রবিবার, ১২ আশ্বিন ১৪৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল আমাদের জন্য শাপে বর: তৌহিদ হোসেন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৯, জুন ৩, ২০২৫
ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল আমাদের জন্য শাপে বর: তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

ঢাকা: ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল বাংলাদেশের জন্য শাপে বর হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন মঙ্গলবার (৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।  

তৌহিদ হোসেন বলেন, ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে আমাদের জন্য শাপে বর হয়েছে।

তাদের ওপর আমাদের নির্ভরশীলতা কমেছে।

একই ইস্যুতে আরেক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের এক্সপোর্ট ক্ষতিগ্রস্থ হচ্ছে না এবং একটা মেকানিজম দাঁড়িয়ে গেছে। দিল্লির পরিবর্তে সিলেট থেকে হচ্ছে।

তৌহিদ হোসেন বলেন, ট্রেড যাচ্ছে এবং কোনো সমস্যা হচ্ছে না। আমি মনে করি, এটা এক দিয়ে ভালোই হয়েছে। আমরা কেন সবকিছুর জন্য অন্য দেশ থেকে ট্রানজিট করতে হবে? যেহেতু এখান থেকে সরাসরি ফ্লাইট যাচ্ছে, এখন স্পেনে যাচ্ছে।

ট্রান্সশিপমেন্ট বাতিলের পাল্টা জবাব নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরাও আমাদের একটা প্রয়োজনীয় সুবিধা বাতিল করেছি। সুতা আমদানি নিষিদ্ধ করা হয়েছে। তারা যেটা করেছে তাদের প্রয়োজনের জন্য করেছে কিনা, আমরা জানি না।

উল্লেখ্য, গত এপ্রিলে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে নিজ দেশের বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশের পণ্য যাওয়ার ব্যবস্থা প্রত্যাহার করে ভারত। এরপর গত ১৫ এপ্রিল বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) স্থলপথে ভারত থেকে সুতা আমদানি নিষিদ্ধ করে। আর চলতি মাসের মাঝামাঝিতে স্থলপথে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি নিষিদ্ধ করে ভারত।

টিআর/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।