ঢাকা, রবিবার, ১২ আশ্বিন ১৪৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল মজুমদারের ছেলে শাহেদ গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩৬, সেপ্টেম্বর ২৮, ২০২৫
সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল মজুমদারের ছেলে শাহেদ গ্রেপ্তার

রাজধানীর নিকেতন থেকে সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে রাজধানীর গুলশানের নিকেতনের একটি বাসা তাকে গ্রেপ্তার করে কাউন্টার টেররিজম ইউনিট ও গুলশান থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

তিনি রাত সোয়া ১২টার দিকে বাংলানিউজকে জানান, শাহেদ আহমেদ মজুমদার বিরুদ্ধে মিরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যার একটি মামলা রয়েছে। এ ছাড়া গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। তাকে ওই মামলাগুলোতে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এসসি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।