ঢাকা, রবিবার, ১২ আশ্বিন ১৪৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারি বন্ধে আন্তর্জাতিক পদক্ষেপ চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৮, সেপ্টেম্বর ২৭, ২০২৫
ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারি বন্ধে আন্তর্জাতিক পদক্ষেপ চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্ব বন্ধে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান

ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা  মো. তৌহিদ হোসেন জাতিসংঘ সদর দপ্তরে ৮০তম জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বার্ষিক সমন্বয় সভায় যোগ  দিয়েছেন।

শনিবার ( ২৭ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, ওআইসি সভায় পররাষ্ট্র উপদেষ্টা তার বক্তব্যে ফিলিস্তিনের প্রশ্নে বাংলাদেশের নীতিগত অবস্থান তুলে ধরেন এবং ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্ব ও সহিংসতা বন্ধে জরুরি আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

তিনি ওআইসির ১০ বছরের কর্মসূচিতে বাংলাদেশের অবদানের ওপরও জোর দেন।  তিনি ওআইসি কাঠামোর কার্যকর সংস্কার ও বাস্তবায়নমুখী সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

বৈঠকটি ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের জন্য সাধারণ উদ্বেগের বিষয়গুলোতে তাদের অবস্থান সমন্বয় করার জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করে।


টিআর/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।