ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিসিকে ২ দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
বিসিকে ২ দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স শুরু

ঢাকা: বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনে (বিসিক) ২০১৯ সালে যোগ দেওয়া প্রথম ও দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাদের দুই দিন ব্যাপী ওরিয়েন্টেশন কোর্স শুরু হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলে বিসিক সম্মেলন কক্ষে এ কোর্সের উদ্বোধন ঘোষণা করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. মোশতাক হাসান।

নতুন নিয়োগ পাওয়া কর্মকর্তাদের উদ্দেশ্যে বিসিক চেয়ারম্যান বলেন, (আপনারা) নীতিনৈতিকতার সঙ্গে নিজ নিজ দায়িত্বপালন করলে বিসিক এগিয়ে যাবে।

আপনারা হবেন এ প্রতিষ্ঠানের ড্রাইভিং ফোর্স।

অনুষ্ঠানে বিসিক চেয়ারম্যান ছাড়া আরও উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানের পরিচালক (অর্থ) স্বপন কুমার ঘোষ, পরিচালক (উন্নয়ন ও সম্প্রসারণ) মো. খলিলুর রহমান, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. আব্দুল মান্নান, সচিব মোস্তাক আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯ 
এসএমএকে/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।