ঢাকা, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

জাতীয়

নুসরাত হত্যা মামলা: আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৪৪, সেপ্টেম্বর ২৭, ২০১৯
নুসরাত হত্যা মামলা: আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ 

ফেনী: ফেনীর সোনাগাজী ইসলামীয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে। আগামী রোববার (২৯ সেপ্টেম্বর) রাষ্ট্রপক্ষ গত ক’দিনের আসামিপক্ষের যুক্তিতর্ক খণ্ডাবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। 

রাষ্ট্রপক্ষের যুক্তি খণ্ডানো শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারিক মো. মামুনুর রশিদের আদালতের বিচারক রায়ের তারিখ ঘোষণা করবেন। আদালত রোববার সকাল সাড়ে ১১টা পর্যন্ত মূলতবি করেন।

অভিযোগপত্রে ৯২ জন সাক্ষীর নাম দিয়েছেন মামলার তদন্তকারী পিবিআই কর্মকর্তা শাহ আলম। মামলার ধার্য তারিখ বৃহস্পতিবার সকালে ফেনী কারাগার থেকে কঠোর নিরাপত্তায় ১৬ জন আসামিকে আদালতে আনা হয়। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারিক মো. মামুনুর রশিদের আদালতে ১৬ আসামিকে হাজির করা হয়।

গত ৬ এপ্রিল সকালে সোনাগাজী ইসলামীয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত আলিমের আরবি প্রথমপত্র পরীক্ষা দিতে মাদ্রাসায় গেলে দুর্বৃত্তরা তাকে কৌশলে ডেকে মাদ্রাসার ছাদে নিয়ে যায়। পরে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় দগ্ধ নুসরাত ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল রাতে মারা যায়।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
এসএইচডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।