ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাঁক পেরোতেই দুর্ঘটনায় এনা পরিবহনের বাস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
বাঁক পেরোতেই দুর্ঘটনায় এনা পরিবহনের বাস দুর্ঘটনাকবলিত এনা পরিবহনের বাস

সিলেট: বাঁক পেরোনোর পরপরই রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনায় পড়েছে এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা থেকে ছেড়ে আসা বড়লেখাগামী এনা পরিবহনের একটি বাস মৌলভীবাজারের বড়লেখা রতুলী রেলক্রসিংয়ে পৌঁছামাত্র দুর্ঘটনায় পড়ে।

স্থানীয়রা জানান, এনা পরিবহনের দ্রুতগামী বাসটি ঘটনাস্থলে পৌঁছামাত্র রেলক্রসিংয়ের বাঁক পেরোতেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে।

তবে এতে কেবল গাড়ির হেলপার আহত হয়েছেন।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বাসটি গতির কারণে বাঁক পেরোতে গিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়ির হেলপার আহত হয়েছেন। এছাড়া গাড়িতে যাত্রীও কম ছিলেন। যে কারণে আহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় দক্ষিণভাগ এলাকার বাসিন্দা শিক্ষক বদরুল ইসলাম বলেন, সড়কটিতে অতিরিক্ত বাঁক রয়েছে। ঝুঁকিপূর্ণ এই বাঁকগুলোর কারণে অনেক দুর্ঘটনা ঘটে। অনেক দুর্ঘটনার খবর সংবাদ মাধ্যমেও আসে না। তাই সওজ কর্তৃপক্ষের উচিত বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে ঝঁকিপূর্ণ বাঁকগুলো সংস্কারের আওতায় নিয়ে সোজা করা।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।