ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সমকালের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলানিউজের শুভেচ্ছা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
সমকালের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলানিউজের শুভেচ্ছা সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফির হাতে ফুলের তোড়া তুলে দিচ্ছেন বাংলানিউজ সম্পাদক জুয়েল মাজহার। ছবি: জিএম মুজিবুর

ঢাকা: দৈনিক সমকালের ১৫তম বছরে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছে অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম পরিবার। 

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে তেজগাঁওয়ে সমকাল কার্যালয়ে দৈনিকটির ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফির হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান বাংলানিউজ সম্পাদক জুয়েল মাজহার। এসময় বাংলানিউজের চিফ অব করেসপন্ডেন্টস তৌহিদুর রহমান, লাইফস্টাইল এডিটর শারমীনা ইসলামসহ সাংবাদিক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সমকালের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।  ছবি: জিএম মুজিবুর‘নতুন দিন, নতুন স্বপ্ন’ শ্লোগানকে সারথি করে সকালে কেক কেটে সমকালের দিনব্যাপী উৎসবের সূচনা করা হয়। তখন থেকেই পত্রিকাটির কার্যালয়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের।  

উৎসবের সূচনার সময় থেকে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ সমকালকে শুভেচ্ছা জানাতে আসেন। এরইমধ্যে শুভেচ্ছা জানিয়েছেন ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান, প্রবীণ রাজনীতিবিদ ড. কামাল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ, অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, আওয়ামী লীগ নেতা মতিয়া চৌধুরী, ইনাম আহমেদ চৌধুরী, মোহাম্মদ নাসিম, কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ, অর্থনীতিবিদ ড. কাজী খলিকুজ্জামান, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. রেজা কিবরিয়া, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম প্রমুখ।

গত ৩১ মে প্রতিষ্ঠার ১৫ বছরে পদার্পণ করে সমকাল। এ উপলক্ষে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) আয়োজন করা হয়েছে আনন্দ সম্মিলনটির। আয়োজন চলবে সন্ধ্যে ৬টা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
আরকেআর/একে/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।